04
Feb
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে শুক্রবার বড় মাপের তথ্য ইতিমধ্যেই দিয়েছে সিবিআই। আদালতে তারা জানিয়েছে, আরও ১১৫টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে৷ গোয়েন্দা সংস্থার দাবি, রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের জন্য জমা নেওয়া আধার কার্ড ব্যবহার করে ‘ভুয়ো’ অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে। কয়েক সপ্তাহ আগেই বীরভূম কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ি শাখায় ৩০০-র বেশি ভুয়ো অ্যাকাউন্টের তথ্য আদালতে জমা দিয়েছিল সিবিআই। আরও ১১৫টি এমন অ্যাকাউন্টের তথ্য সামনে আসে। সেই প্রেক্ষিতেই নথি সম্পর্কিত এই তথ্য আদালতে জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁদের দাবি, ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে চারটি নির্দিষ্ট অ্যাকাউন্টে…