09
Feb
বিগত বেশ কিছুদিন ধরে টানা চলছে বিক্ষোভ৷ অশান্ত পরিস্থিতি হয়ে রয়েছে পেরুতে৷ সরকার বিরোধী আন্দোলনে গত তিন মাস ধরে দক্ষিণ আমেরিকার এই দেশে জ্বলছে বিক্ষোভের আগুন৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে লাগাতার সংঘর্ষে বাড়ছে মৃত্যু মিছিল৷ মাস দেড়েক ধরে চলা বিক্ষোভ-আন্দোলনের আগুনে পুড়ছে গোটা দেশ৷ বিক্ষোভকারীদের মূল দাবি, জেল বন্দি প্রাক্তন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়ো-তে দ্রুত মুক্তি দিতে হবে। সেই সঙ্গে দেশে সাধারণ নির্বাচন ও সংবিধান সংস্কার করেত হবে৷ গত ডিসেম্বর মাসে অনৈতিক ভাবে কংগ্রেস মুলতুবি করার অভিযোগ আনা হয় পেদ্রোর বিরুদ্ধে। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। পেদ্রোর জায়গায় এখন প্রেসিডেন্টের গদিতে বসেছেন দিনা বোলুয়ার্তে। ক্ষমতায় এসেই দিনা সাফ জানিয়েছেন, বিক্ষোভকারীদের…