08
Feb
লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে চলতে থাকা অভিযোগ নিয়েঅবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরা সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ত্রিপুরার সভা থেকে নাম না করে আদানি ইস্যুতে সরব হলেন দলনেত্রী৷ সভা থেকে মমতা বলেন, ‘‘আদার ব্যাপারীরা আজকে দেশ কন্ট্রোল করছে! চারদিন আগেই তো সরকার পড়ে যাচ্ছিল। এখন টিমটিম করে জ্বলছে। যেদিন এলআইসি টিমটিম করে নিভে যাবে, স্টেট ব্যাঙ্কে যে টাকা রেখেছেন তা যখন ডুবে যাবে, তখন কি টাকা ফেরত পাবেন?’’ আদানিদের নাম উল্লেখ না করলেও ‘আদার ব্যাপারী’ বলেই যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছেন মমতা৷ তেমনটাই রাজনৈতিক মহলের অভিমত৷ তবে তৃণমূলের এক সাংসদ…