09
Feb
শীতের আমেজ কাটিয়ে যেন একঘর বসন্ত নেমে এসেছে আলিপুরদুয়ার শহরের দুর্গা বাড়ি হাটখোলা এলাকার ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার ছাদ বাগানে। এ যেন এক অন্য মল্লিকাবন।আয়োতন মাত্র ১২০০ বর্গফুট। কিন্তু তাতে কী?সেখানেই ঠাঁই পেয়েছে ৩৫০টি চন্দ্রমল্লিকা ফুলের গাছ।আর প্রজাতিগত দিক থেকে দেখতে গেলে সংখ্যাটা ২৫০ এর উপরে। রঙবেরঙের চন্দ্রমল্লিকার বাহারে এ যেন এক স্বর্গীয় আবেস। তবে একেবারেই বানিজ্যিক দৃষ্টিকোন থেকে ওই বাগিচার চাষ নয়।কখনও জাননি কোনো পুষ্প প্রদর্শনীর প্রতিযোগিতায়। পরিবার সূত্রেই তার এই ফুলবাগানের শখ। ছোট থেকেই তার ঝোক ছিল ফুল গাছ লাগানোতে।যদিও কাজের চাপে সেভাবে বাগান করা হয়ে ওঠেনি পেশায় ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার।বিগত তিন বছর লকডাউনের কারণে সেভাবে কাজ…