03
Jan
গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। চিনের করোনা পরিস্থিতি কোনও ভাবেই ইতিবাচক দিকে মোড় নিচ্ছে না। নতুন বছরের শুরু থেকে আতঙ্ক যেন আরও বাড়ছে। সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই, এদিকে হাসপাতালগুলিতে রীতিমতো রোগীর ভিড় বাড়ছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের এমনিতেই অনুমান, চরিত্র বদলে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে ওমিক্রনের নয়া রূপ BF.7। তার জন্যই চিনে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। চিনের ৬টি প্রদেশের হাসপাতালগুলিতে কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত যে কেউ ছুটি পাবেন না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমানে চিনো করোনায়…