10
Jan
ছুটি কাটানো বা ঘুরতে যাওয়া মানেই পাহাড় আর সমুদ্র৷ এই দুইয়ের মধ্যে পাহাড়ের সঙ্গে জড়িয়ে থাকে এক অন্য আবেগ৷ আর বাঙালির অন্যতম ডেস্টিনেশন দার্জিলিং৷ আর দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা। টয় ট্রেনে চেপে দার্জিলিংয়ে ঘোরার মজাই যেন আলাদা। তবে সেই টয় ট্রেনের কামরাকে কাজে লাগিয়েই কোচ রেস্তরাঁ তৈরির পরিকল্পনা করছে ভারতীয় রেল৷ ইতিমধ্যেই এই রেস্তোরাঁ তৈরির প্রাথমিক পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণের ব্যাপারেও উদ্যোগী রেল কর্তৃপক্ষ৷ এই বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এনজিপি নিয়ে বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এনজেপিতে টয় ট্রেনের কামরায় সাজছে নয়া রেস্তোরাঁ৷…