10
Nov
সফলভাবে শেষ হল সানফিস্ট বাউন্স দ্বারা চালিত সানফিস্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (এসএআই) ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত সানফিস্ট কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মণিপুর মার্শালস (অনূর্ধ্ব-১৩) এবং মণিপুর মার্শালস (অনূর্ধ্ব-১৬)। রানার্স আপ হয় মেঘালয় মাস্টার্স (অনূর্ধ্ব-১৩) এবং মেঘালয় মাস্টার্স (অনূর্ধ্ব-১৬)। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া। এই টুর্নামেন্টটি ছিল সানফিস্ট কাপ ফুটবল ষষ্ঠ সংস্করণ। যা শুরু হয়েছিল ২৬ সেপ্টেম্বর থেকে। উল্লেখ্য, এই সানফিস্ট কাপ ফুটবল টুর্নামেন্টটি হল উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট যেখানে ২,০০০০—এরও বেশি খেলোয়াড় অংশ গ্রহণ করে। বলাবাহুল্য, গত দেড় মাস ধরে বিভিন্ন স্কুল এবং ক্লাবের প্লেয়ারসরা তাদের প্রতিভা প্রদর্শনের…