13
Jan
হুঁ হুঁ করে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে এই ভাইরাস। তাই টিকার প্রাধান্য অনেক বেড়ে গিয়েছে আগের থেকে। সব দেশের সরকার টিকার ওপর আরও জোর দিচ্ছে। তবে এই পরিস্থিতিতে টিকার দুটি ডোজে কিছুই হবে না বলে সাফ জানাচ্ছেন এক টিকা নির্মাতাই! তাঁর কথায়, তিনটি টিকা নিতেই হবে। যদিও তাতেও সংক্রমণ পুরো কমবে না বলেও স্পষ্ট করছেন তিনি। তাহলে উপায় কী? ফাইজার কোম্পানির সিইও অ্যালবার্ট বুরলার দাবি, করোনা সংক্রমণ রোধে দুটি টিকার ডোজ তেমন ভাবে কাজে লাগছে না। এর জন্য বুস্টার বা তৃতীয় ডোজ নিতেই হবে। তিনি স্পষ্ট জানাচ্ছেন, ওমিক্রন রোধে শুধুমাত্র টিকার দুটি ডোজ কোনও কাজে লাগবে না।…