24
Jan
কোভিড আবহে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর, কিঞ্চিৎ সময়ের জন্য খুলে ফের বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানৰ দরজা৷ অবশেষে দীর্ঘ আন্দোলনের পর কোভিড আবহে স্কুল খোলা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য৷ সব কিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের রাজ্যে চালু হতে পারে স্কুল-কলেজের পঠন পাঠন৷ এহেন আবহে সরকারি স্কুলগুলিকে বাঁচাতে স্কুলছুটদের স্কুলমুখী করতে একাধিক উদ্যোগের কথা সামনে নিয়ে এল পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ৷ ভগীরথবাবু বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে 'পাড়ায় পাড়ায় স্কুল' খোলার পাশাপাশি করোনা বিধি মেনে প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক স্তরেও স্কুলগুলিতে পঠনপাঠন শুরু করার কথা ভাবতে হবে। পাশাপাশি যেহেতু পাড়ায়…