02
Feb
বাজেট অধিবেশন শুরু হয়ে রদবদল হয়েছে একাধিক জিনিসে৷ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি৷ সঙ্গে রয়েছে ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব৷ দুয়ারে অস্বস্তি বাড়িয়ে রেখেছে করোনা৷ রয়েছে পাঁচ রাজ্যের ভোট৷ এই আবহে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ ২০২২-২৩ সালের এই বাজেট মোদি সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জের৷ কারণ, টানা দু’বছর করোনার পরিস্থিতিতে দেশের অর্থনীতি, জীবন-জীবিকায় প্রভাব৷ শিক্ষা, স্বাস্থ্যও মুখ থুবড়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে ভারসাম্যের বাজেট প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ গোটা দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। জানান, দেশজুড়ে চালু হবে 5G পরিষেবা। দেশের প্রান্তিক এলাকাগুলিতে ইন্টারনেট পৌঁছে দিতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিকাল ফাইবার পরিষেবা পৌঁছে দেওয়া…