21
Dec
সম্প্রতি এক বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বীরভূমে। বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই ইস্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। যদিও রাজ্যের এজি আদালতে দাবি করেছেন, এই ঘটনায় এনআইএ তদন্তের কোনও প্রয়োজন নেই। বীরভূমে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বটে। সেই প্রেক্ষিতেই আদালতে এনআইএ তদন্তের দাবি তোলা হয়। আবেদনকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানান, বীরভূমের নানুরে ১.৫ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছিল।…