10
Dec
বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে আবার পুরোপুরি ভাবে শীত পড়ার আগেই ফের এক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি৷ আবহাওয়া অফিসের আগাম পূর্বাভাস ছিল যে শনিবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড় 'মনদৌস' স্থলভাগে প্রবেশ করবে। সেই আভাস মিল গেল। মধ্য রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্য এবং ঝড়ো হাওয়ার দাপটও বিরাট। শুক্রবার মধ্য রাতে পুদুচেরী ও শ্রীহরিকোটার মধ্য দিয়ে তামিলনাড়ুর মামালাপ্পুরমে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। সেই সময়ে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭০ কিমি। এই মুহূর্তে অবশ্য স্বস্তির খবর দিয়েছে হাওয়া মহল। জানান হয়েছে, স্থলভাগে প্রবেশের পরই ধীরে ধীরে…