20
Dec
নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলছিল কলকাতা মেডিক্যাল কলেজে। ২৬৪ ঘণ্টা পর অবশেষে অনশন উঠল মেডিক্যাল কলেজে। অনশন প্রত্যাহার করে নিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। একইসঙ্গে জানিয়ে দিলেন, ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্র সংসদের নির্বাচন করবেন তারা। এদিন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেনের হাতে ফলের রস পান করে অনশন ভাঙেন পাঁচ অনশনকারী। আন্দোলনকারীরা জানান, নিজেরাই ছাত্র সংসদ নির্বাচন করবেন। এমবিবিএসের চারটি বর্ষে ৫টি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। যা পরিচালনা করবেন চার বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠক জলে ভেস্তেযায়।…