23
May
ফ্লিপকার্টের সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ‘শপসি’ সম্প্রতি গ্রাহকদের ঋতুভিত্তিক চাহিদা মেটাতে সামার স্টোর চালু করেছে, যেখানে নানারকম প্রোডাক্টের বিশাল সম্ভার পাওয়া যাবে। এই উদ্যোগের সাফল্যের প্রমাণ হিসেবে বহরমপুরের বিক্রেতারা সামার স্টোরে প্রায় ২৫গুণ বিক্রয় বৃদ্ধি ঘটিয়েছেন। বহরমপুরের সামার স্টোরে বিক্রিত সামগ্রীর ক্যাটাগরির মধ্যে ছিল হাইজিন ও ওয়েলনেস। চাহিদার শীর্ষে ছিল ডিওডোরেন্ট, সানগ্লাস, রেজর, বডি ওয়াশ, হেলথ ড্রিংকস, ভিটামিন সাপ্লিমেন্টস ও এসেনসিয়াল অয়েল। শপসি সামার স্টোর হল এক ওয়ান-স্টপ-শপ যেখানে পাওয়া যায় ইলেক্ট্রনিক্স, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার, ফুড ও বেভারেজ, অ্যাপারেল, সুইমউইয়্যার, কিচেনউইয়্যার, এয়ার কন্ডিশনার, ডিওডোরেন্ট, বেবি সানস্ক্রিন, পুরুষ ও মহিলাদের কটন ক্লথ, সুইমস্যুট, জুইসার মিক্সার গ্রিন্ডার ইত্যাদি। একটি সিমপ্লিফায়েড সোস্যাল মিডিয়া…