04
May
মাত্রাতিরিক্ত গরম থেকে সামান্য স্বস্তি৷ দিন কয়েক আগেই গরমে তেতেপুড়ে একসার হচ্ছিল দক্ষিণবঙ্গের মানুষ৷ হঠাৎ করেই দেখা মেলে কাল বৈশাখীর৷ পাল্টাতে থাকে আবহাওয়া৷ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির দাপটে পারদ এতটাই নামল যে সিকিমের তাডংকে হারিয়ে দিল নদিয়ার কৃষ্ণনগর৷ মঙ্গলবার তাডং-এর তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস৷ সেখানে কৃষ্ণনগরের তাপমাত্রা নেমে যায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে৷ শুধু কৃষ্ণনগর নয়, তাডং-কে রীতিমতো টক্কর দিয়েছে দমদম, ব্যারাকপুর এবং শ্রীনিকেতন৷ এই তিন জায়গায় তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২৮-২৯ ডিগ্রিতে৷ এই অবস্থায় তাপমাত্রা একটু বাড়লেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ এদিকে, বৃহস্পতিবার থেকে দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে৷ তার দিকেই এখন নজর আবহাওয়াবিদদের৷…