10
May
দিন প্রতিদিন নাগালের বাইরে চলে যাচ্ছে বাজার মূল্য৷ বাজারে গেলেই মূল্যবৃদ্ধির ছ্যাঁকায় হাত পুড়ছে মধ্যবিত্তেও৷ সবজি থেকে মাছ, মাংস এমনকী দাম বেড়েছিল ভোজ্য তেলেরও৷ তবে এবার খানিক স্বস্তির খবর৷ ভারতীয় বাজারে নিম্নমুখী ভোজ্য তেলের দাম৷ গত সপ্তাহ থেকেই এই পতন লক্ষ্য করা যাচ্ছে৷ অন্যদিকে, অতিরিক্ত গরমে চাহিদা কমেছে তেলেরও৷ এরই মধ্যে জোড় জল্পনা ইন্দোনেশিয়ায় ভোজ্য তেল রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে৷ যার জেরে দিল্লির তেল-তৈলবীজের বাজারে সর্ষে এবং চিনাবাদাম তেলের দাম কমেছে। গত বছরের তুলনায় এবছর কিন্তু, বিদেশি তেলের চেয়েও সস্তা সর্ষের তেল৷ আগে সর্ষের তেলের দাম থাকত বিদেশ থেকে আমদানি করা তেলের দামের চেয়ে বেশি৷ মূলত ইন্দোনেশিয়ায় ভোজ্য তেল রফতানির…