20
May
ফল মিললো প্রতিবাদের। কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের দামের উর্দ্ধসীমা প্রত্যাহার করে নিচ্ছে। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে থাকা জুট কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে, বর্তমানে কাঁচা পাটের অবস্থা পর্যালোচনা করে গত ৩০ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তি আগামীকাল থেকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান হয়েছে। এই প্রেক্ষিতে বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি জারি হতে পারে। উল্লেখ্য গত সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি জারি করে জুট কমিশন কাঁচা পাটের দাম কুইন্ট্যাল প্রতি ৬ হাজার ৫০০ টাকায় বেঁধে দেওয়ায় বিজেপি সাংসদ অর্জুন সিং এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পীয়ুষ গোয়েল সম্প্রতি তাঁর সঙ্গে বৈঠকও করেছিলেন। সুতরাং বলা যেতে পারে, কেন্দ্রের এই সিদ্ধান্তে বড় জয় পেলেন বিজেপি সাংসদ।…