20
May
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়াউড ২০২২ (INDIAWOOD 2022)। উডওয়ার্কিং ও ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এশিয়ার উল্লেখযোগ্য অনুষ্ঠান হিসেবে ৫ দিনের এই ইভেন্ট চলবে ২ থেকে ৬ জুন পর্যন্ত – ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এগজিবিশন সেন্টারে। এই অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন ধরণের উদ্ভাবনী সামগ্রী ও সাম্প্রতিক প্রযুক্তিগত উন্নতির বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা নুয়েমবার্গমেসা ইন্ডিয়া (NuernbergMesse India)। বেঙ্গালুরুতে ইন্ডিয়াউড ২০২২ ইভেন্টে কার্পেন্ট্রি, স্কিলিং, ইনোভেশন, অটোমেশন ও ডিজিটাইজেশনের প্রতি গুরুত্ত্ব প্রদান করা হবে। সেইসঙ্গে, ভারতের ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ও উডওয়ার্কিং ইন্ডাস্ট্রির সম্ভাবনাকে ২০২৫ সাল নাগাদ ২৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়া এবং ভারতকে অন্যতম সেরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ডেস্টিনেশনে পরিণত করার দিকে গুরুত্ত্ব আরোপ করা…