18
Feb
করোনা সংক্রমণের আবহে দীর্ঘ সময় বন্ধ ছিল রেল পরিষেবা। বঙ্গের সংক্রমণ কিছুটা আয়ত্তে আশায় সাধারণ মানুষের কথা ভেবে শিথিল করা হয়েছে এই নিয়ম। চালু করা হয়েছে রেল পরিষেবা। সংক্রমণ আয়ত্তে আশায় রাজ্যে করোনা বিধিনিষেধও কিছুটা শিথিল হয়েছে। এই আবহে ধাপে ধাপে ট্রেন পরিষেবা আবার আগের মতো জায়গায় আনার পরিকল্পনা চলছে। তাই লোকাল ট্রেনের সময় সূচি বদল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানান হয়েছে, এবার থেকে শেষ লোকালের সময় বাড়ানো হচ্ছে। বিধিনিষেধের মধ্যে এতদিন রাত ১০ টায় ছিল শেষ লোকাল ট্রেন। এবার থেকে রাত ১০ টার বদলে রাত ১২টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। আপাতত রাতে স্পেশাল ট্রেন নাম দিয়ে লোকাল চালাত রেল…