25
Feb
পূর্ব আশঙ্কা থাকলেও সংশয় ছিল মনে, কিন্তু এই আশঙ্কাকে সত্যি করে শুরু হলো যুদ্ধের৷ শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷ সামরিক অভিযান, সাইবার হামলার পর ইউক্রেনের বিরুদ্ধে এবার কি ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের ছক কষছে রাশিয়া? এমনই দাবি করা হয়েছে এক ব্রিটিশ সংবাদমাধ্যমে৷ কিন্তু ‘ফাদার অফ অল বম্বস’ বা এফওএবি কী? এটি হল বিশাল শক্তিশালী একটি থার্মোব্যারিক বোমা৷ ৪৪ টনের এই টিএনটি বোমার অভিঘাতের পরিসর হতে পারে প্রায় ৩০০ কিলোমিটার৷ বিমান থেকে এই বোমা ফেলা হয়৷ মাঝ আকাশেই তা ডিটোনেট করা হয়৷ এই বোমা ফাটার পর যে শকওয়েভ তৈরি হয় এবং যা তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই বেশি যে…