07
Feb
'ক্লোজিং দ্য কেয়ার গ্যাপ'- এটাই হল এই বছরের বিশ্ব ক্যান্সার দিবসের থিম। তাঁর সঙ্গে সঙ্গতি রেখে এক কেয়ারগিভার হিসেবে মেডিকার লক্ষ্য হল চিকিৎসার ক্ষেত্রে যাবতীয় ব্যবধান বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া।যাদের ক্যান্সারের চিকিৎসার প্রয়োজন তারা নানারকম বাধার সম্মুখীন হন। এক দায়িত্বশীল পরিষেবা প্রদানকারী হিসেবে পূর্ব-ভারতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্বাস্থ্যসেবা গোষ্ঠী মেডিকা কলকাতায় একটি বিশ্বমানের ক্যান্সার চিকিত্সা কেন্দ্র স্থাপন করতে চলেছে। মেডিকা ক্যান্সার হসপিটাল তাদের ক্যান্সার চিকিৎসার অঙ্গ হিসেবে ক্যান্সার থেকে রক্ষা পাওয়া (ONCO survivors) রোগীদের ক্ষমতায়নকেও তাদের 'ক্যান্সার কেয়ার' কর্মসূচিতে জুড়ে নিয়েছে। বিশ্ব ক্যান্সার দিবসের প্রাক্কালে, মেডিকা ক্যান্সার হাসপাতাল তার প্রথম তিনজন ক্যান্সারমুক্ত রোগীদের সামনে নিয়ে…