12
Feb
করোনা সংক্রমণকে রোধ করতে টিকাকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোভিড আটকাতে দ্বিতীয় টিকার পাশাপাশি এখন দেশে চলছে বুস্টার ডোজ। আবার ১৮ বছরের নীচের বয়সিদের টিকা দেওয়ার কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। কিন্তু সাধারণ জনতা কি এখন পাবে বুস্টার ডোজ? না পেলে কবে পাবে? সেই প্রশ্ন এখন ইতিউতি। অবশেষে এই প্রশ্ন জবাব মিলল কেন্দ্রীয় সরকারের থেকে। জানান হল, আপাতত এই নিয়ে কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের তরফে। তবে পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে কোভিড যোদ্ধা, বয়স্ক এবং কোমরবিডিটি রয়েছে এমন মানুষদের বুস্টার টিকা দেওয়া হচ্ছে। তবে কেন্দ্র জানাচ্ছে, এমনও অনেক মানুষ আছেন যারা বুস্টার নিতে আসছেন না। সেক্ষেত্রে সেই সব মানুষদের টিকা নিতে উৎসাহিত…