02
Nov
চারদিনের প্রচেষ্টায় ত্রিপুরা একটি গোল্ড ও চারটি সিলভার মেডেল জয় করে নিয়েছে ইন্ডিয়াস্কিলস ২০২১-এর পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায়। সবমিলিয়ে আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় জয় লাভ করেছেন। বিহারের রাজ্যপাল ফাগু চৌহান পাটনার বাপু সভাঘরে বিজয়ীদের সংবর্ধনা জানিয়ে তাদের প্রত্যেককে গোল্ড মেডেল-সহ ২১,০০০ টাকা আর্থিক পুরস্কার হিসেবে প্রদান করেছেন। সিলভার মেডেল-সহ ১১,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে ফার্স্ট রানার্স-আপদের। ত্রিপুরার প্রীতম দাস ওয়েব টেকনোলজিতে গোল্ড মেডেল জিতেছেন। বিউটি থেরাপি, সিএনসি মিলিং, সিএনসি টার্নিং এবং হেলথ অ্যান্ড সোস্যাল কেয়ারে সিলভার মেডেল জয় করেছেন যথাক্রমে নিকিতা দেবনাথ, মোহিত পাল, মনঞ্জিতা দে ও নাছিম উদ্দিন। পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল…