11
Nov
বিগত বেশ কয়েক মাস ধরে জটিলতা বাড়ছে ভারত চীনের সম্পর্কে। এখনো পর্যন্ত সমাধান ঘটেনি জটিলতায়। লাদাখ সীমান্তের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তাপ বেড়েছে অনেক। তার রেশ এখনো পর্যন্ত বহাল কারণ অরুণাচল সীমান্ত এবং জম্মু কাশ্মীর ইস্যু নিয়েও কার্যত দখলদারি করার চেষ্টা করছে বেজিং সরকার। ঠিক এই সময় দাঁড়িয়ে ভারতের সমর্থন করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দলাই লামা। তিনি স্পষ্ট বললেন, চিন সংস্কৃতির বৈচিত্র্য বোঝে না, তাই তিনি ভারতেই থাকতে চান। লামার বক্তব্য, সেই দেশে সাধারণ মানুষের জনজীবনে কমিউনিস্ট নেতাদের অত্যাধিক নিয়ন্ত্রণ রয়েছে। এর পাশাপাশি বৈচিত্রের ব্যাপারে কোনো রকম জ্ঞান রাখে না বেজিং সরকার। সংস্কৃতির বৈচিত্র তারা বোঝে না বলেই…