16
Dec
ভারতের অন্যতম অগ্রণী টিএমটি বার নির্মাতা শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মনে করে বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক নাগরিকের শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই বিষয়টি মাথায় রেখে শ্যাম স্টিল এই রাজ্যের পাঁচটি স্থানে উইন্টার কার্নিভালের আয়োজন করেছে। শিলিগুড়িতে শ্যাম স্টিল তাদের ২য় দিনের কার্নিভালের আয়োজন করেছিল ১২ই ডিসেম্বর দাদাভাই স্পোর্টিং গ্রাউন্ডে। শ্যাম স্টিলের এই উদ্যোগের উদ্দেশ্য হল নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা ও সুস্থতার গুরুত্ত্ব অনুধাবনে তাদের সাহায্য করা। রবিবার ১২ই ডিসেম্বর শিলিগুড়িতে কার্নিভালের মূল আকর্ষণ ছিল ছোটোদের সাইকেল চালনা, বড়দের স্লো সাইক্লিং, ওয়াকাথন, যোগা, কারাটে, ছোটোদের খেলাধূলা ইত্যাদি। সেইসঙ্গে ছিল অনেক পুরস্কার। শ্যাম স্টিলের ধারণা, স্ট্রিট কার্নিভালের এইসব ইভেন্ট সকলের…