06
Dec
ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট সমাজের সকলের দক্ষতা ও কর্মজীবনে উন্নতির জন্য উপযুক্ত কর্মস্থলের প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়ে তাদের সাপ্লাই চেইনে নানারকম উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগগুলির মধ্যে মহিলা ও প্রতিবন্ধী কর্মীদের জন্য বিভিন্ন রকমের সুবিধাজনক ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনে প্রায় ১৫০০ প্রতিবন্ধী মানুষ কর্মরত রয়েছেন বিভিন্ন পদে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (International Day of Disabled Persons) উপলক্ষে ফ্লিপকার্ট তাদের সাপ্লাই চেইনগুলিতে নানা কর্মসূচির ব্যবস্থা করেছে। এর উদ্দেশ্য প্রতিবন্ধী কর্মীদের উৎসাহিত করা। ৩ থেকে ১৫ ডিসেম্বর এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। সাইন ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপেরও ব্যবস্থা করা হয়েছে। এসবের মাধ্যমে ফ্লিপকার্ট অবগত হতে পারবে কর্মস্থলের ও প্রতিবন্ধী কর্মীদের চাহিদার বিষয়সমূহ। ইকার্টিয়ানদের (Ekartians) পুরস্কৃতও…