22
Sep
নতুন সরকার গঠিত হলে বর্তমানে প্রশ্ন উঠেছে সৌদি আরবের পরিস্থিতি নিয়ে। আফগানিস্তানের দৃশ্যপট থেকে আচমকা উধাও সৌদি আরব। কিন্তু সেই দেশ কেন একসময় তালিবান ছিল সৌদির মিত্র শক্তি। ইসলামিক দুনিয়ায় কি সৌদি আরবের গুরুত্ব কমেছে? নাকি, এ এক অন্যরকম সমীকরণ। ইচ্ছা করেই নিজেদের দৃশ্যপট থেকে উধাও করে রেখেছে সৌদি সম্রাজ্য? কিছুটা ইতিহাস অনেকেরই জানা। কিছুটা পর্দার আড়ালে। এর শুরু ১৯৮০। সোভিয়েত রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে। আফগানিস্তানে তালিবানদের আর্থিক সাহায্য করেছিল সৌদি প্রশাসন। ১৯৯৬। আফগান গৃহযুদ্ধে জিতে সরকার গঠন করে তালিবানরা। মাত্র যে তিনটি দেশ সেই সরকারকে স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে একটি হল সৌদি আরব। সেই সরকারকে তারা আর্থিক সাহায্যও করেছিল।…