Month: September 2021

বৃষ্টির জেরে প্রবল জলোচ্ছাস দিঘায়

বৃষ্টির জেরে প্রবল জলোচ্ছাস দিঘায়

রাজ্য জুড়ে চলছে অতিভারী বৃষ্টির উপদ্রপ। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্দুত সহ বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷ পাশাপাশি বৃষ্টি হচ্ছে হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও৷ বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপের জেরেই এই বৃষ্টি৷ এই নিম্নচাপ ক্রমশ ওডিশার দিকে সরে যাওয়ায় উপকূলবর্তী তিন জেলায় এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি৷ ইতিমধ্যেই দিঘার উপকূল জুড়ে দেখা দিয়েছে জলচ্ছ্বাস৷ গার্ডওয়াল টপকে জল ঢুকছে শহরে৷ এদিকে কাঁথির শৌলায় বাঁধ না থাকায় জল ঢুকে পড়েছে গ্রামের ভিতরে৷ ভেসে যায় দিঘা বাজার এলাকা। ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট বলে জানা গিয়েছে। কৌশিকী অমাবস্যার ভরা কোটালের জেরেই এই জলোচ্ছ্বাস৷  মঙ্গলবার সকাল থেকেই উত্তাল হতে শুরু করে দীঘার…
Read More
ওএনজিসি’র সংবর্ধনা অলিম্পিয়ান বক্সার লভলীনাকে

ওএনজিসি’র সংবর্ধনা অলিম্পিয়ান বক্সার লভলীনাকে

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) টোকিও অলিম্পিকে দারুণ সাফল্যের জন্য ভারতের বক্সিং স্টার লভলীনা বরগোহাঁইকে সংবর্ধনা জানালো। এই জয়ের স্বীকৃতি হিসেবে ও অলিম্পিকের ব্রোঞ্জ মেডালিস্ট লভলীনার ইচ্ছাপূরণের জন্য ওএনজিসি একটি ‘পার্সোনাল জিমন্যাসিয়াম’ তৈরি করে দেবে তার জন্য। লভলীনার নাম ইতিহাসে স্থান পাবে ভারতের সর্বকালের অন্যতম অলিম্পিয়ান ও বক্সার হিসেবে। তিনি ভারতের তৃতীয় বক্সার যিনি অলিম্পিকসে মেডেল জিতেছেন। লভলীনার সাফল্যে গর্বপ্রকাশ করে ওএনজিসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর (আসাম অ্যান্ড আসাম আরাকান বেসিন, জোরহাট) সুষমা রাওয়াত বলেন, লভলীনার জয় সকলকে লক্ষ্য অর্জনের প্রেরণা জোগাবে। জয়ের স্বীকৃতির স্মারক হিসেবে তার ইচ্ছানুসারে তাকে একটি ব্যক্তিগত জিমন্যাসিয়াম তৈরি করে দেবে ওএনজিসি। এরফলে বাড়িতে থেকেই ভালভাবে…
Read More
অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ‘কনজাম্পশন ইটিএফ’

অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ‘কনজাম্পশন ইটিএফ’

‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’ - ভারতের দ্রুত-বৃদ্ধিশীল ফান্ড হাউসগুলির অন্যতম অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের তরফে হাজির করা হল তাদের এই নতুন ফান্ড। এনএফও লঞ্চ্‌ প্রসঙ্গে অ্যাক্সিস এএমসি-র এমডি ও সিইও চন্দ্রেশ নিগম বলেন, তাদের বিশ্বাস ‘অ্যাক্সিস কনজাম্পশন ইটিএফ’ বিনিয়োগকারীদের কাছে গ্রহণীয় হবে এক ‘স্টেডি’ ও ‘কন্টিনিউড লং-টার্ম গ্রোথ’ অর্জনের উত্তম উপায় হিসেবে। ৩০ অগাস্ট (সোমবার) থেকে শুরু এই নিউ ফান্ড অফার (এনএফও) একদিকে ‘লং-টার্ম ওয়েলথ ক্রিয়েশন সলিউশন’ প্রদান করবে এবং অন্যদিকে, ফেরতলাভের দিকে লক্ষ্য রেখে নিফটি ইন্ডিয়া কনজাম্পশন ইনডেক্স স্টকে বিনিয়োগ করবে।
Read More
রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তা দেবাঞ্জন দেব। এবার এই দেবাঞ্জনকে জেলে নিয়ে গিয়ে জেরার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ দেবাঞ্জনকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত বৃহস্পতিবার ইডি-র অফিসাররা ব্যাঙ্কশাল কোর্টে আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এদিন ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, দেবাঞ্জনের জেল হেফাজত হলেই ইডি- আধিকারিকরা জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবে। আপাতত জেল হেফাজকতে রয়েছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা৷ পাশাপাশি প্রেসিডেন্সি জেল সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে, দেবাঞ্জনকে যে দিনই কলকাতা পুলিশের হেফাজত থেকে জেলে নিয়ে আসা হবে, সেদিনই ইডি অফিসারদের সেই খবর জানাতে হবে৷ এবং অবিলম্বে জেলে গিয়ে ইডি অফিসাররা দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷ ইতিমধ্যেই একাধিক তথ্য…
Read More
ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্টের সার্টিফিকেট প্রোগ্রাম

ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্টের সার্টিফিকেট প্রোগ্রাম

নবপ্রজন্মের শিল্পোদ্যোগীরা যেন তাদের ফ্যামিলি বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-কলকাতা লঞ্চ্‌ করল ‘পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট’ (পিজিসিএফবিএম) প্রোগ্রাম। আগামী নভেম্বর থেকে পিজিসিএফবিএম প্রোগ্রামটি শুরু হবে। এটি হল ছয়টি মডিউলের ১১ মাসের কোর্স। প্রতি মডিউল চলবে এক সপ্তাহ ধরে, যার মধ্যে ৬ সপ্তাহের বিরতি থাকবে। অংশগ্রহণকারীরা ওই সময়ে তাদের অর্জিত জ্ঞান নিজেদের বিজনেসে প্রয়োগ করতে পারবেন। আইএমআই-কলকাতা এই সার্টিফিকেট প্রোগ্রাম আনার মাধ্যমে ফ্যামিলি বিজনেসের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও পেশাদারিত্ত্বের সঙ্গে তার উন্নতি করতে বর্তমান প্রজন্মকে প্রশিক্ষণ দিতে উদ্যোগ নিয়েছে। প্রোগ্রামে অংশগ্রহণকারীদের পরিচালনা করবেন আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সিনিয়র…
Read More
অ্যামাজন সুপার ভ্যালু ডেজ

অ্যামাজন সুপার ভ্যালু ডেজ

‘সুপার ভ্যালু ডেজ’ চলছে অ্যামাজন-ডট-ইনে। এই উপলক্ষে গ্রোসারি, গৃহস্থালীর নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, প্যাকেজড ফুড, পার্সোনাল, বেবি ও পেট কেয়ার এবং অন্যান্য পণ্যের সম্ভারে দেওয়া হচ্ছে ৪৫ শতাংশ অবধি ছাড়। সুপার ভ্যালু ডেজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সুপার ভ্যালু ডেজ চলাকালীন অংশগ্রহণকারী বিক্রেতারা দাম ও অফারের নানা সুবিধা-সহ সহজ ও দ্রুত ডেলিভারির ব্যবস্থা করবেন। নতুন গ্রাহকরা গ্রোসারির অর্ডারে ফ্ল্যাট ১৫০ টাকা ব্যাক পাবেন। এই সময়কালে গ্রাহকরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসবিআই ক্রেডিট কার্ডে কমপক্ষে ২৫০০ টাকার কেনাকাটায় অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। আই সি আই সি আই ডেবিট ও ক্রেডিট কার্ডেও এই সুবিধা মিলবে।
Read More
চিন্তা ধরাচ্ছে এই রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

চিন্তা ধরাচ্ছে এই রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

একদিকে একটু একটু করে কমেছে দেশের করোনা সংক্রমণ অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে কেরালের করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। যার মধ্যে শুধু কেরালায় আক্রান্ত হয়েছেন ১৯,৬৮৮। এখনও পর্যন্ত দেশজুড়ে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। কেরালায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিক কারণেই দৈনিক মৃত্যুর সংখ্যা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। অন্যদিকে করোনার জন্য এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ৯৩৭ জন। দেশে এই মুহূর্তে…
Read More
উপনির্বাচনের অর্থ নিয়ে ঘোষণা নির্বাচনের

উপনির্বাচনের অর্থ নিয়ে ঘোষণা নির্বাচনের

সম্প্রতি ঘোষিত হয়েছে উপনির্বাচন ভোটের দিনক্ষণ সহ সময়সীমা। আগামী মাসের ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভোট শুরু হবে তিন কেন্দ্র জুড়ে। এর মধ্যে রয়েছে হাইভোল্টেজ ভবানীপুর, পাশাপাশি জঙ্গিপুর ও সামসেরগঞ্জ৷ যে তিনটি কেন্দ্রে নির্বাচন এবং উপনির্বাচন রয়েছে সেখানে উন্নয়নের জন্য নতুন করে কোনো অর্থ বরাদ্দ করা যাবে না বলে জানিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য সরকার এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। কমিশনের এই নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে বকেয়া বিধানসভা ভোট এবং উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কমিশনের তরফ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং আগেই জারি করে হয়েছে একগুচ্ছ শর্ত৷ স্পষ্ট জানান হয়েছে,  মনোনয়নপত্র পেশ থেকে…
Read More
কোচবিহারে শিক্ষক দিবস উদযাপন করল রাজনগর

কোচবিহারে শিক্ষক দিবস উদযাপন করল রাজনগর

কোচবিহারে উৎসব অডিটরিয়ামের শিক্ষক দিবসের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন সহ অনেকেই। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্টার, বিভিন্ন কলেজের অধ্যাপক, শহরে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকাদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। বঙ্গ রত্ন মইনুদ্দিন চিশতী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অলক ভট্টাচার্য, প্রবীণ অধ্যাপক সুভাষ রায় সহ অনেক বিশিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শিক্ষকদের চন্দন ফোঁটা পরিয়ে বরণ করার পাশাপাশি উদ্যোক্তারা তাদের গোলাপ ফুল উপহার দেন। শিক্ষক সমাজকে সংবর্ধনা…
Read More
শিক্ষার্থীদের সুবিধার্থে বাড়ানো হলো মেয়াদ

শিক্ষার্থীদের সুবিধার্থে বাড়ানো হলো মেয়াদ

শিক্ষার্থীদের জন্য মেয়াদ বাড়লো আবেদনের৷ শিক্ষার্থীদের সুবিধার্থে সিইউসিইটির আবেদন করার সময় বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস কমন এন্ট্রান্স টেস্ট, ২০২১ পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা ২ সেপ্টেম্বর, ২০২১ থেকে বাড়িয়ে ৫ সেপ্টেম্বর, ২০২১ করা হয়েছে। এখনও যাঁরা আবেদনপত্র জমা দিতে পারেননি, সেসব পড়ুয়ারা ৫ সেপ্টেম্বর, রাত ১১টা ৫০ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট www.nta.ac.in, cucet.nta.nic.in এ গিয়ে দেখতে হবে৷   তবে প্রবেশিকা পরীক্ষার দিন বদল করা হয়নি৷ আগের ঘোষণা অনুযায়ী, প্রবেশিকা পরীক্ষার দিন ১৫, ১৬, ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, ২০২১ ঠিক করা হয়েছিল। পরীক্ষাটি কম্পিউটার-বেসড পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে। ইতিমধ্যেই…
Read More