09
Sep
মন্দিরের সম্পত্তির মালিকানার নিস্পত্তি করলো সুপ্রিম কোর্ট৷ অবশেষে নিষ্পত্তি হলো দেশের সমস্ত মন্দিরের কোটি কোটি টাকার সম্পত্তির মালিকানার মামলার৷ আমাদের দেশে বহু ধনী মন্দিরে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ এই সম্পত্তির মালিক কে? ঈশ্বর না পুরোহিত? এই প্রশ্নের জবাব খুঁজতেই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে৷ কার অধীনে থাকবে এই সম্পত্তি সেই বিষয় নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন পুরোহিতেরা। এই প্রশ্নের জবাবে সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিল, মন্দিরে দেবতার বাস৷ মন্দিরের সম্পত্তিও দেবতারই। পুরোহিত মন্দিরের সম্পত্তির দেখভাল করতে পারেন৷ কিন্তু সেই সম্পত্তি নিজের বলে দাবি করতে পারেন না৷ এইদিন রায় ঘোষণার সময় ব্যক্তিগত মন্দির এবং জনসাধারণের মন্দিরের ধারণাও স্পষ্ট করেছে বিচারপতি হেমন্ত গুপ্ত ও…