02
Aug
বিশ্ব জুড়ে চলছে করোনা সংক্রমণের ত্রাস। এই মহামারী থেকে বাঁচার প্রধান উপায় হলো টিকাকরণ। তাই টিকাকরণকেই সব চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কোভ্যাক্সিনের গ্রহণযোগ্যতা বাড়াতে এবার বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করার বিষয়ে চিন্তা ভাবনা করছে ভারত সরকার। আন্তর্জাতিক মহলে আইসিএমআর-এর সঙ্গে যৌথ ভাবে কোভ্যাক্সিন টিকা তৈরি করে ভারত বায়োটেক। ইতিমধ্যেই বাংলাদেশে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অর্থ বরাদ্দ করেছে। ট্রায়াল করানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও অনুমোদন দিয়েছে বিদেশ মন্ত্রক। বিভিন্ন দেশে কোভ্যাক্সিনের অনুমোদন পাওয়া নিশ্চিত করতে পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতদের নির্দেশও দেওয়া হয়েছে। কোভ্যাক্সিনের গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশে এই টিকার ট্রায়ালের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বাংলাদেশে বাংলাদেশি আধিকারিকরা অনুমতি দিলেই এই ট্রায়াল শুরু হবে। উল্লেখ্য,…