06
Aug
আবার আতঙ্ক ছড়ালো পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে। গত বুধবার সেদেশের পাঞ্জাব প্রদেশের ভঙ্গ শরিফ গ্রামের সিদ্ধি বিনায়ক মন্দিরের ভিতরে হামলা চালায় দুষ্কৃতীরা। কেবল মন্দিরই নয়, আশপাশের হিন্দু সম্প্রদায়ের বাড়িগুলির উপরও হামলা হয়েছে। কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে করা পোস্টে লিখেছেন, ‘পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মন্দিরের সংস্কার করবে।’ পাশাপাশি মন্দির ভাঙার ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারই এই হামলার তীব্র নিন্দা করেন ভারতের বিদেশমন্ত্রক। মন্দির ভাঙার ঘটনাটিকে কেন্দ্র করে জনরোষ আরও বেড়ে গিয়েছে। এই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যার ফলে…