শীত ঢুকছে রাজ্যে

সকালে নির্মল আকাশ , হালকা রোদ এবং দুপুরের দিকে রোদেলা গরম পড়লেও কিছুদিন ধরে ঠান্ডার রেশ অল্প হলেও অনুভব হচ্ছে। গতকয়েকদিনের মধ্যে।রাজ্যে শীত জমিয়ে প্রবেশ করবে বলে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কালীপুজোর পর থেকে শীতের ঠান্ডা বাড়বে বলে অভিমত আবহাওয়াবিদদের।

দীর্ঘ আটনয় মাস ধরে লকডাউন থাকায় যানবাহন অনেক কম চলাচলের জন্য এবার শীতের আমেজ আরো ভালো করে নিতে পারবে রাজ্যবাসী । এদিকে এখন থেকেই শিলিগুড়ি থেকে রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শৈলচূড়া সুস্পষ্ট ভাবে দেখতে পাওয়ায় পর্যটকেরও ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে কালীপুজোর আগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *