আগামী দুদিন হলুদ সতর্কতা জারি রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মঙ্গলেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না।

আজও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বর্তমানে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকা, উত্তর পূর্ব অসম এবং পূর্ব বাংলাদেশ ও সন্নিহিত এলাকার ওপর একটি করে ঘূর্ণাবর্ত অবস্থা করছে। যে কারণে আজ রাজ্যজুড়ে বর্ষণের পূর্বাভাস রয়েছে।

তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোট ২২টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। বুধবার আরও বেশি জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল হুগলি, দুই ২৪ পরগণা, দুই বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও বজায় থাকবে বৃষ্টির সিলসিলা।