তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি

গত ১৭ তারিখ থেকে টানা ND 31 জলঢাকায় অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার পাশাপাশি ১৮ তারিখ থেকে দোমহনি তিস্তা বাংলাদেশ বর্ডার পর্যন্ত এবং মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি বলেই জানা যায় বুধবার জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে।অতি বৃষ্টিপাতে মহীরুহের ভূতল সজ্জা, বন্ধ যাতায়াত।রাত থেকে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন শহর, ভোর হতেই গাছ পরে বন্ধ শিলিগুড়ি জলপাইগুড়ি যাতায়াতের পথ।মঙ্গলবার রাত থেকে শক্তি বাড়িয়ে ছিলো বর্ষা, অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরেছিলো জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ড,বুধবার ভোরের আলো ফুটতেই সামনে এলো বিপর্যয়ের দৃশ্য,জলপাইগুড়ি শহর থেকে শিলিগুড়ি যাতায়াতের পথে শান্তি পাড়ায় রাস্তার ওপর পরে রয়েছে বিশালাকৃতির গাছ।ঘুর পথে চলছে যানবাহন।স্থানীয় বাসিন্দা তথা নিত্য যাত্রী রিনা বণিক জানান, হটাৎ করেই গাছটি রাস্তার ওপর পরে গেলো এখন বাধ্য হয়েই ঘুরপথে যেতে হচ্ছে সময় লাগছে এটাই দুর্ভোগ।অপর এক স্থানীয় বাসিন্দা সুবীর সাহা বলেন, গত কয়েক দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে মাটি নরম হয়ে যাওয়ায় বড় গাছটি রাস্তার ওপরে হেলে পরেছে, আপাতত রাস্তা বন্ধ।মহীরুহের ভূতল সজ্জা প্রসঙ্গে স্থানীয় সুবীর বণিক জানান, রাত তখন বারোটা প্রবল বর্ষণে মাটি নরম হয়ে যাওয়ায় দীর্ঘ দিনের এই গাছটি রাস্তার ওপরে কাত হয়ে পরেছে, যার ফলে এই পথে বন্ধ যাতায়াত। গাছ কেটে পরিষ্কার করলে দীর্ঘক্ষণ পর যাতায়াত স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *