ধীরে ধীরে বদলাচ্ছে মরসুম, শুরু হচ্ছে শীতের পর্ব৷ কিন্তু বেলা বাড়তেই উধাও ঠাণ্ডা৷ তবে রাতের তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রিতে৷ যাঁরা শীত প্রেমী, তাঁদের জন্য সুখবর দিল হাওয়া অফিস৷ সপ্তাহান্তে আরও নামবে পারদ৷ ধীরে ধীরে জাঁকিয়ে বসবে শীত৷
দক্ষিণবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। কলকাতাতেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে৷ দার্জিলিংয়ে তাপমাত্রা পৌঁছেছে ৯ ডিগ্রিতে। বঙ্গ জুড়ে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়ার৷ শুষ্ক আবহাওয়ার টান ধরেছে ত্বকে। পুরুলিয়া ও শ্রীনিকেতনে তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১৭ ডিগ্রিতে৷ পানাগড়ের তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি৷ বাঁকুড়ায় ১৮.৬ ডিগ্রি, আসানসোলে ১৯.৮ ডিগ্রি, বর্ধমানে ১৯ ডিগ্রি এবং বারাকপুরে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন হালকা শীতের আমেজ থাকবে দক্ষিণে৷ স্বস্তির খবর, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকছে৷ ফলে হালকা শীতের অনুভূতি রাজ্যজুড়ে৷ সকালের দিকে বেশ ঠাণ্ডা থাকছে৷ দক্ষিণের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও শীতের আমেজ৷ কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশাও থাকছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে রাতের তাপমাত্রা আরও কমবে। দার্জিলিংয়ের তাপমাত্রা আরও নামবে৷ সেই সঙ্গে আরও বেশি করে কুয়াশাও পড়বে৷
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কোমোরিন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব আরব সাগরের দিকে যাবে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এগোবে।