বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ জুন পর্যন্ত

আরও ১৬ দিন বাড়ল রাজ্যের কঠোর বিধিনিষেধ। আগামী ১৫ জুন পর্যন্ত বাংলায় কড়া বিধিনিষেধ জারি থাকবে। করোনার সংক্রমণ শৃঙ্খল ভাঙতেই এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল। তবে শিল্পক্ষেত্রে বেশ কিছু ছাড় দিইয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার কথায়, “কড়া বাধানিষেধ জারি করে করোনা সংক্রমণ বেশকিছুটা কমানো গিয়েছে। তাই এর মেয়াদ কিছুটা বাড়ানো হল। আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”

আগের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র জরুরি প্রয়োজনেই ট্যাক্সি, অটোর মতো যানবাহন রাস্তায় বেরোতে পারবে৷ জরুরি প্রয়োজনে বা জরুরি পরিষেবার কাজে রাস্তায় বেরোলে ই-পাশ সংগ্রহ করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে।

একনজরে জেনে নিন কী কী বিধিনিষেধ জারি থাকছে

  • বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর খোলা থাকবে।
  • সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে।
  • সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
  • মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
  • চশমার দোকান, ওষুধের দোকান খোলা থাকবে।
  • শপিং মল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তরাঁ, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে।
  • মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।
  • বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের উপস্থিতিতে ছাড়।
  • জামাকাপড় ও গয়নার দোকান খোলা থাকবে দুপুর ১২টো থেকে ৩টে পর্যন্ত।
  • ব্যক্তিগত গাড়ি, অটো, টোটো চলাচল বন্ধ থাকবে।
  • সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
  • ই কমার্স ও হোম ডেলিভারিতে ছাড়।
  • চিড়িয়াখানা, পার্ক বন্ধ থাকবে।
  • সৎকারে ২০ জনের উপস্থিতি।
  • জুট শিল্প খোলা থাকবে ৩০ শতাংশ কর্মী নিয়ে।
  • চা বাগানে ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ।
  • চা বাগানে ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ।
  • সব ধরনের জমায়েত বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *