কলকাতাতে কবে বৃষ্টির দেখা মিলবে?

আজ সকাল থেকেই রোদের তেজে তেতে পুড়ে যাচ্ছে বাংলার মানুষ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি। চলতি সপ্তাহে পারদ আরো চড়তে পারে বলে জানা যাচ্ছে। বুধ বৃহস্পতিতে ছুঁতে পারে ৪১° ডিগ্রি সেলসিয়াস হাওয়া অফিসের খবর এমনটাই। তবে বৃষ্টির দেখা কবে মিলবে? কী জানালো আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তবে আজ সারাদিন কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।