পক্ষকালের মধ্যে আবারো উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার বড়সড় সাফল্য। উদ্ধার ৬৪ লক্ষ টাকার হেরোইন সহ বহিঃ রাজ্যের দুই পাচারকারী। ধৃতরা সেলিম উদ্দিন ও রুবেল আহমেদ। রবিবার সকালে বাগবাসা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে নাগা চেকিংয়ের মধ্য দিয়ে মাদক দ্রব্য সহ দুই পাচারকারী আটক করতে সক্ষম হয়েছে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, অসমের শ্রীভূমি জেলা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য বাগবাসা এলাকা দিয়ে আসছে। এই খবরের ভিত্তিতে আজ পুলিশ কর্মীরা জাতীয় সড়কে ওৎ পেতে বসে।
কিছুক্ষণ পর, একটি সন্দেহজনক ওয়াগনার গাড়ি আসলে পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির সামনের ও পিছনের সিটের বিভিন্ন জায়গা থেকে ১৮টি সাবানের বাক্সে ১৮ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ ওই মাদক দ্রব্য সহ গাড়িতে থাকা দুই পাচারকারীকে আটক করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক চক্রের মূল মাথাদের সন্ধান পেতে চেষ্টা করছেন। এই ব্যাপারে পুলিশ একটি এন ডিপিএস আইনে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।