তৃণমূল বিধায়কের বাংলোকে উঠছে একাধিক অভিযোগ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার শোনা যাচ্ছে, ইডির আতশকাঁচের তলায় রয়েছেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়।

সুদীপ্তর বাংলোয় হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দাদপুর থানার অধীন বাবনানের হরিপুরে একটি বাংলো রয়েছে জোড়াফুল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্তর। শুরু হয় তল্লাশি অভিযান।

গণেশ ঘোষ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই বাংলোর মালিক সুদীপ্ত রায়। প্রথমে শুনেছিলাম চিকিৎসার জন্য হাসপাতাল বানানো হবে। কিন্তু কিছুই হয়নি। বিধায়ক মাঝেমধ্যে আসতেন। একসঙ্গে একাধিক গাড়ি ঢুকত। নানান অনুষ্ঠানে তাঁরা এখানে আসতেন। যদিও উনি থাকতে আমাদের কোনও উপকার হয়নি’।