আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? রইল লেটেস্ট আপডেট

আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ গরম ও অস্বস্তিকর। তবে বেলা বাড়ার সাথে সাথে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও। দেখুন কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস। আবহাওয়া দফতরের তরফ থেকে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে শুক্রবার থেকে বৃষ্টির আরও একটি স্পেল শুরু হবে। রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায় বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।

ভারী বৃষ্টিতে ভিজবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে ঝড়, বৃষ্টির সম্ভাবনা নেই।