লাভলি: ‘গুরু’ দিলীপ ঘোষ ‘রগড়ে’ দেবেন বলেছিলেন, ‘শিষ্য’ সৌমেন প্রাণনাশের হুমকি দিলেন

তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলিকে ফোনে উত্যক্ত এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে শনিবার সকালেই গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি কর্মীকে। সৌমেন ঘোষাল নামে ওই বিজেপি কর্মীকে পূর্ব-বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেই প্রেক্ষিতেই এবার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূলের তারকা বিধায়ক লাভলি।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরুন্ধতী মৈত্র। তিনি মন্তব্য করেন, “যেমন গুরু, তেমনি তাঁর শিষ্য! ভোটপ্রচারের সময় এক সাক্ষাৎকারে, দিলীপ ঘোষ প্রকাশ্যে শিল্পীদের রগড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে বারমুডা পরতে বলে বিদ্রুপও করেছিলেন। বিজেপি নেতা তথাগত রায়ও নিজের দলের মহিলা প্রার্থীদের নগরের নটী বলে সম্বোধন করেছেন। সেই দলের কর্মীদের থেকে আর কী-ই বা আশা করা যায়! এঁদের যোগ্য শিষ্য সৌমেন ঘোষাল। শাসকদলের মহিলা বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অশ্লীল মেসেজ পাঠাচ্ছে। এই ধরণের হুমকিতে আমাকে মোটেই ভয় পাওয়ানো যাবে না।”

লাভলির কথায়, এমন হুমকিতে মোটেই অবাক হননি তিনি। তাঁর অভিযোগ, বিজেপির নেতা-মন্ত্রীরা বিভিন্ন সময়েই মেয়েদের অপমানজনক মন্তব্য করেছেন। তবে, একজন মহিলা বিধায়ক যদি এরকম খুনের হুমকির সম্মুখীন হতে পারেন, তাহলে সাধারণ ঘরের মেয়েরা যে কোনও দিন হেনস্তার শিকার হতে পারেন, সৌমেন ঘোষালদের মতো লোকেদের কাছে। কাজেই শাস্তি না দিলে এঁদের শিক্ষা হবে না, মত তারকা বিধায়কের। সেই ভাবনা থেকেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন লাভলি। এরপরই সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *