সংক্রমণ কমলেও চিন্তা বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা

জয়ের দিকে এগোচ্ছে দেশ। দেশে সংক্রমণ কমেছে অনেকটাই। ক্রমেই নিম্নমুখী হচ্ছে দ্বিতীয় ওয়েভের গ্রাফ। দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৭০ হাজারে। গত ৭২ দিনে এটি সর্বনিম্ন সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমছে পাল্লা দিয়ে। কিন্তু কমছে না মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে ফের দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চারহাজার ছুঁইছুঁই। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯২১। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জনের।

দেশের চারটি রাজ্যে গত ৬ সপ্তাহে দ্বিগুণ হয়েছে কোভিডের মৃত্যুহার। বেশ কয়েকটি রাজ্যে এই হার প্রায় ৪ গুণ ছুঁইছুঁই। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তরপ্রদেশে এপ্রিলের ১ তারিখ পর্যন্ত মোট ২.১ লক্ষ মৃত্যু হয়েছে। দেশে মোট মৃত্যুর প্রায় ৫৫ শতাংশ মৃত্যুহারের পরিসংখ্যান পাওয়া গিয়েছে এই রাজ্যগুলি থেকে। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লক্ষ ৬২ হাজার ৯৪৭ জন। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৫০১।

রাজ্যেও দ্রুত হারে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৩,৯৮৪ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৪ জন। সুস্থ হয়েছেন ২,৪৯৭ জন। করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে প্রায় ২৫.৪৮ কোটি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *