এবার কড়া নিয়ম জারি কেন্দ্রের

তোলপাড় রাজ্য রাজনীতি। ধন্ধ উঠল এবার চরমে। রাজ্যের মুখ্যসচিবকে ঘিরে রাজ্য ও কেন্দ্র সরকারের সংঘাত। সবে মাত্রই রাজ্যের আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্রের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব পদে আরও তিন মাসের মেয়াদ বেড়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এই কয়েকদিনের ব্যবধানের মাঝেই বদলির জন্য কেন্দ্র সরকার তরফে ডাক এসেছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে নারাজ রাজ্য সরকার। এই বিতর্কে আরও কড়া হল কেন্দ্র।

অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার অফিসারদের অবসরের পর পুনর্নিয়োগের ক্ষেত্রে নিয়ম কঠোর করল কেন্দ্র। এবার থেকে অবসরপ্রাপ্ত আমলাদের সরকারি পদে পুনর্নিয়োগের ক্ষেত্রে জারি হল কড়া নির্দেশিকা৷ ইতিমধ্যেই রাজ্যগুলোকে নির্দেশিকা পাঠিযে দিয়েছে কেন্দ্র। এখন থেকে অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার অফিসারদের অবসরের পর চুক্তিভিত্তিক অথবা অন্য কোনরকম কাজে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় ভিজিল্যান্সের ছাড়পত্র আবশ্যিক। ওই সরকারি আমলা যে সংস্থার হয়ে কাজ চাকরি করেছেন, সেখানের ভিজিল্যান্স ছাড়পত্র মিললে তবে তাঁকে পুনর্নিয়োগ করা যাবে।

কেন্দ্রের বদলির নির্দেশ না মেনে নির্দিষ্ট দিনেই অবসর নেন আলাপনবাবু। কিন্তু, ওই দিনই ফের তাঁকে নিজের মুখ্য উপদেশষ্টা পদে নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ফলে ধাক্কা খেয়েছে কেন্দ্র। তার জেরেই সর্বভারতীয় আমলাদের পুনর্নিয়োগ নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশ বলে মনে করা হচ্ছে। এই নির্দেশিকা জারির পর ইতিমধ্যেই সরকারি বিভিন্ন দপ্তরে চিঠিও পাঠিয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। ওয়াকিবহাল মহলের মতে, আলাপন ইস্যুতে বেশ ধাক্কা খেয়েছে কেন্দ্র। তার ফলেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *