এবার নির্বাচন কমিশনের তরফেও মিললো ইঙ্গিত, বছর ঘুরলেই হবে ভোট

শুরু হয়ে গিয়েছে আগামী ভোটের প্রস্তুতি, বছর ঘুরলেই শুরু হবে পঞ্চায়েত নির্বাচন। বিগত বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত মিলেছিল যে এগিয়ে আসতে পারে ভোট। সম্ভবত মার্চ-এপ্রিলেই হবে ভোট৷ ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের৷ পাশাপাশি রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে৷

জানা গিয়েছে, আগামীকালই ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে৷ এই তালিকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ২ নভেম্বরের মধ্যে সে বিষয়ে ডিএম কমিশনের কাছে জানানো যাবে৷ নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে৷

ডিসেম্বর মাসে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ সভাপতি, সভাধিপতি এই সমস্ত পদ সংরক্ষণের কাজ শুরু হবে৷ আগামী জানুয়ারি মাসে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি৷ ফলে ফেব্রুয়ারির আগে যে পঞ্চায়েত ভোট করা সম্ভব নয়, তা কমিশনের ইঙ্গিতে স্পষ্ট৷ সম্ভবত মার্চ-এপ্রিল নাগাদ হবে পঞ্চায়েত ভোট৷

এদিকে, হাওড়া পুরনির্বাচন কবে হবে, তা নিয়েও বড় প্রশ্ন ছিল৷ কারণ, এবছরই হাওড়া পুরনির্বাচন হওয়ার কথা থাকলেও, নানা জটিলতায় তা হয়নি৷ ৫০টি ওয়ার্ডকে ৬৬টি ওয়ার্ডে পরিণত করা হচ্ছে এবং তা সংরক্ষণের কাজ এখনও চলছে৷ তাই ২০২৩-এর আগে সেখানে ভোট সম্ভব নয়৷ আগামী বছরেই ভোট হাওড়া পুরসভায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *