স্বস্তি মিলছে দেশে ও রাজ্যের সংক্রমনের হারে

গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছিল করোনা। এবার দেশের করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তির নিঃশ্বাস পড়ল দেশে। খানিকটা হলেও আশার আলো দেখছে দেশবাসী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ৯৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। দেশে সুস্থতার হার বাড়তে বাড়তে ফের পৌঁছে গিয়েছে ৯০ শতাংশের উপরে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮৩ হাজার ১৩৫ জন সুস্থ হয়েছেন।

রাজ্যে সংক্রমন কমলেও স্বাস্থ্য মহলকে চিন্তায় ফেলেছে রাজ্যের মৃত্যু সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। দৈনিক মৃত্যু আরও না বাড়লেও রাজ্যে প্রতিদিনই সংক্রমণের ফলে ১৫০-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৫৩ জন রাজ্যবাসী। মৃত্যুর হার না কমায় কিছুতেই কাটছে না উদ্বেগ। রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৭১ জন। গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৯৭৬ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১৬ হাজার ২২৫টি স্যাম্পেলই পজিটিভ হওয়ায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ১০.৮৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *