আগামী কয়েকদিনের মাঝেই বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যে

মার্চ পড়তেই চরছে গরমের পারদ। উধাও হয়েছে শীত, শুরু হয়েছে কষ্টের দিন। বাড়ছে দাবদাহ। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্যের বেশ কিছু এলাকা। গত দিন তিনেক কোথাও বৃষ্টি হয়নি রাজ্যে। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কষ্ট আরো তীব্র হচ্ছে।

গরমে নাজেহাল কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। অন্যদিকে, জেলাতে রাত্রিবেলা বৃষ্টি স্বস্তি দিয়েছে মানুষকে। সন্ধ্যাবেলায় বৃষ্টি শুরু হচ্ছে উত্তরের সমতল এলাকাগুলিতেও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন। এরফলে রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। একই সাথে বৃদ্ধি পাবে গরম। ভারী বর্ষণের আপাতত সম্ভাবনা নেই।

মহারাষ্ট্র, তেলঙ্গানা ও ওড়িশার কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশগুলিতে। এর ফলে গরমের তীব্রতা কিছুটা হলেও কমবে। এই রাজ্যগুলিতে বৃষ্টি হওয়ার ফলে শীতল আবহাওয়া বিরাজ করবে। তবে বৃষ্টির সম্ভাবনা একদম নেই উত্তর-পশ্চিম ভারত ও মধ্যভারতের বিভিন্ন অংশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *