ফাঙ্গাস রুপি আরও এক বিপদ এল দেশে

করোনার প্রকোপে হাহাকার চলছে দেশ জুড়ে। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। চারিদিকে শুধু ভয়ঙ্কর চিত্র। এরইমাঝে দোসর হয়ে এসেছে ব্ল্যাক ফাঙ্গাস। যা ইতি মধ্যে মহামারী হিসেবে ঘোষিত হয়েছে কেন্দ্র সরকার দ্বারা। এসবের মাঝেই আরও এক বিপদ এল দেশে। ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার এল হোয়াইট ফাঙ্গাস বা সাদা ছত্রাক। চিকিৎসকদের একাংশের দাবি, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ছত্রাকটি। কারণ, এই ভাইরাস ফুসফুসের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন ত্বক, পেট, কিডনি, মস্তিষ্ক, গোপনাঙ্গ ও মুখকে প্রভাবিত করতে পারে। নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এটি। তার পরে অঙ্গগুলিকে বিকলও করে দিতে পারে এই ছত্রাক।

বিহারে ৪ জন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন। উল্লেখ্য, করোনা সংক্রমণের পর স্বাস্থ্যের উপর সবচেয়ে বড় আক্রমণ শানিয়েছে এই কালো ছত্রাকের সংক্রমণ। কালো ছত্রাকের রোগগুলো গোটা দেশে প্রচুর পরিমাণে বাড়ছে। তবে সাদা ছত্রাকের মৃত্যুর হার এখনও জানা যায়নি। যাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম, আগে কোনও গুরুতর রোগের ইতিহাস আছে বা যারা ডায়বেটিস আক্রান্ত আবার কেউ যদি স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে এই ছক্রাক যথেষ্ট ঝুঁকিপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *