মাধ্যমিকের রিভিউ রেজাল্টে ১২ হাজার খাতায় ভুল

চারজনের মাধ্যমিকে রিভিউ রেজাল্টে  স্থান বদল হল। অন্যদিকে আবার  মাধ্যমিকের খাতায় ১২ হাজার ভুল। এবার ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে নম্বর যোগে দেখা গিয়েছে  গন্ডগোল। স্ক্রুটিনিতে ২২ নম্বর পর্যন্তও বেড়েছে পরীক্ষার্থীর। ফলে মেধা তালিকাতেও এসেছে বদল। মেধা তালিকায় স্থান বদলেছে চারজন পরীক্ষার্থীর। অন্যদিকে প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই ফলাফল জানান। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।

অন্যদিকে রিভিউ রেজাল্ট ঘোষণার পর জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার অলিভ গায়েন ষষ্ঠ থেকে চতুর্থে উঠে এসেছে। দক্ষিণ দিনাজপুরের সপ্ত দে সপ্তম থেকে উঠে এসেছে পঞ্চমে। একই জেলার আবৃত্তি ঘটক সপ্তম থেকে উঠে এসেছে ষষ্ঠে। দক্ষিণ ২৪ পরগনার ঋতব্রত নাথ নবম থেকে সপ্তমে উঠে এসেছে।

কিন্তু এই ১২ হাজারের বেশি খাতায় যোগে ভুল নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। যদিও পর্ষদের সাফাই, ৬৩ লক্ষের মধ্যে ১২ হাজার খাতায় ভুল। যদিও এটাও কাম্য নয় বলেই তারা মানছে।