নতুন বছরের শুরুতেই কেমন থাকছে আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া দফতর

শীতপ্রেমীরা ভেবেছিলেন, নববর্ষের উপহার হিসেবে শীত ফিরে পাবে তার পুরনো মেজাজ। আপাতত তাদের আশায় জল ঢেলে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এ বছর শেষে নতুন বছরের শুরুতে শীত ফেরার সম্ভাবনা কম।

শনিবার সকালেও, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। তবে সপ্তাহজুড়ে কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। পৌষ মাসের বিকেলেও কেউ কেউ ঘাম ফেলেছেন। কলকাতা সহ রাজ্য জুড়ে তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের উপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে বছরের প্রথম দিনে দার্জিলিং পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের মতে, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শনি ও রবিবার সকালে ঘন কুয়াশা পড়বে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝড়ের কারণে রাজ্যে শীত আসতে পারছে না।