লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে সম্প্রতি একটি জনমত সমীক্ষা চালিয়েছে একটি সংস্থা। সংস্থা বলছে, ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে নতুন করে খুঁটি পুঁতবে পদ্ম শিবির।
সমীক্ষা বলছে তৃণমূলের চেয়ে BJP-র জয়ী সাংসদের সংখ্যা বেশি হবে। সমীক্ষা বলছে, বিগত এক দশকে এই প্রথমবার এতটা শোচনীয় অবস্থা হবে তৃণমূলের। আসন্ন নির্বাচনে দ্বিতীয় স্থানে জায়গা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দখলে থাকবে মোট ১৩টি আসন। প্রায় ১১ শতাংশ কম ভোট পাবে তৃণমূল। ভোট পাবে ৩১.৮৬ শতাংশ।
যেখানে বাংলায় বিজেপির দখলে থাকবে ৪১.৭৮ শতাংশ ভোট। গতবারের চেয়ে ১১টি বেশি আসন নিয়ে মোট ২৯টি আসন জিততে পারে গেরুয়া শিবির। ওদিকে জোটসঙ্গী CPIM-এর মতো কংগ্রেসর দৌঁড়ও শূন্য অবধিই বলে রিপোর্ট পেশ করেছে জনমত সমীক্ষা।